সিরিজ সারাংশঃ
তুযকুপারান ইস্কেন্দার একটি কাল্পনিক সিরিজ এবং এই সিরিজে কিছু বাস্তব জিনিসও যুক্ত করা হয়েছে। এবং এ সিরিজের মজার বিষয় হলো এই সিরিজে টাইম ট্রাভেলের কাহিনি রয়েছে যেটি এই সিরিজকে আর রহস্যময় করে তুলেছে।
সিরিজটির প্রতিটি ভলিওম পাবেন আমাদের এই ওয়েবসাইটে। এবং সিরিজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেইজ ফলো করুন। এবং উপভোগ করুন তুযকুপারান ইস্কেন্দার সিরিজটি। সিরিজটির প্রদান চরিত্রের নাম হলো ইস্কেন্দার সিরিজের আরো অনেক মজার মজার চরিত্র রয়েছে আপনারা সিরিজের একটা ভলিওম দেখলে আপনাদের প্রত্যকটি ভলিওম দেখবেন।
তোজকোপারান ইস্কেন্দার ভলিয়মঃ ৩০ এ যা হয়েছে-
ইস্কেন্দার দ্বিতিয় সিজনে ইস্কেন্দারের অন্যতম শত্রু হল নখররা। তারা ইস্কেন্দারকে তাদের স্কুলে স্বাগতম জানায় এবং তারাও রাজি হয় প্রথমেই তারা নিল চাঁদের সদস্যদের দিয়ে শপথ করিয়ে নেয় যে তারা এখন হতে নখরের অনুগত। এবং শেষ পর্যন্ত তারা নখরদের সাথে থাকবে এবং তারা এক কথায় তাদের বশ করে নেয়।
এদিকে সালিহ শিক্ষক একটি নতুন স্কুল খুলতে চায়,কিন্তু সে যেখানেই স্কুলের জন্য জমি ভাড়া নিতে যায় সেখানেই কোন না কোন সমস্যা হয়,আসলে এগুলে ইফসুন করছিল তাই তিনি সহজে কোথাও জমি ভরা নিতে পারেন না।
আর ঐদিকে নখররা ইস্কেন্দারদের মারামারির ভিডিও দেখেছিল এবং তারা বুঝতে পেরেছিল ইস্কেন্দারের ভেতরে কোনো এক অদৃশ্য শক্তি আছে। তাই তারা আল্প গেম এ জেতার জন্য ইস্কেন্দারদেরকে তাদের সাথে নেয়।
এরপরে তারা তীর প্রতিযোগিতা করে সেখানে নিল চাঁদরা জিতে যায় এবং বাক সবাই হেরে যায়। কিন্তু কুস্তিতে ইস্কেন্দার ছাড়া সবাই হেরে যায়। আবার ঐদিকে সাহিহ শিক্ষক স্কুলের জন্য জায়গা পেয়ে যায় এবং তিনি সেখনে একটি স্কুল খুলে নেন।
পরে যখন নীল চাঁদরা জানতে পারে যে সালিহ শিক্ষক স্কুল খুলেছেন তখন তারা গিয়ে নখরদের বলে আমরা এখান থেকে চলে যাবো কিন্তু তারা বলে তোমরা তো শপথ করেছিলে। এদিকে আবার ইস্কেন্দার কোনো কথা দিলে সে তার কথা রাখে তাই ইস্কেন্দার যে কথা দিয়েছিল সেই কথাই রাখে। এর মধ্য দিয়েই ভলিওম ৩০ এর সমাপ্তি হয়।
Server 01
সিরিজটি আপনারা উপভোগ করুন এবং আমরা আরো সিরিজ আপনাদের উপহার দিব।
সবাই বেশি বেশি করে শেয়ার করেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং সামর্থ্য থাকলে ডোনেট করতে পারেনঃ- বিকাশ ও নগদঃ- 01880473953 (পার্সোনাল)।