শুরু হয়ে গিয়েছে কাতার বিশ্বকাপ ২০২২। নভেম্বরের ১৮ তারিখ পর্যন্ত বিশ্ব ডুবে থাকবে এই বিশ্বকাপে। এবারের বিশ্বকাপ আলাদা হতে চলেছে ফুটবল প্রেমিদের জন্য। কারন করোনার এই ধাক্কার পর এবার বিশ্ববাসী একটু আনন্দ বিনোদন পাবে। কিন্তু প্রতিবারের নিয়ম ভেঙে এবার বিশ্বাকাপ হচ্ছে শীতকালে। এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে মোট ৩২ টি দল। এই পর্যন্ত মোট ১৭ টি দেশ বিশ্বকাপ আয়োজন করেছে। তার মধ্যে রয়েছে, ব্রাজিল, ফ্রান্স, ইতালি, জার্মানি, এবং মেক্সিকো মোট দুই বার করে বিশ্বকাপ আয়োজন করেছে। যেখানে উরুগুয়ে, সুইজারল্যান্ড, সুইডেন, চিলি, ইংল্যান্ড, আর্জেন্টিনা, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, এবং রাশিয়া। এবার কাতার ২০২২ বিশ্বাকাপের আয়োজন করেছে। এবং ২০২৬ বিশ্বাকাপের আয়োজক হবে যৌথ ভাবে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং মেক্সিকো। ২০২৬ বিশ্বাকাপ মেক্সিকোকে প্রথমবারের মতো তিনটি বিশ্বাকাপ আয়োজকের গৌরব প্রধান করবে
What a well-crafted post! It answered all my questions.
Your blog-writing technique is impressive! I’ve added it to my bookmarked sites, so I won’t miss any future updates.