আল্প আরসালান ভলিওম ৫২ বাংলা সাবটাইটেল।

প্রথমেই আমরা আল্প আরসলান বে-কে সিংহাসনে বসতে দেখতে পাই এবং সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দিতে দেখতে পাই। যেখানে সেফেরিয়ে হাতুনকে সুলতানের সহকারী এবং সুলতান যখন প্রসাদে না থাকবেন তখন সুলতানের দায়িত্ব পালন করার দায়িত্ব দেওয়া হয়। এবং নিজামুল মুলককে উজিরের পদে নিযুক্ত করা হয়। এবং সবাইকে এভাবেই তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

এখানে আমরা অবশ্যই আমাদের মনের মত কিছু দৃশ্য দেখতে পেয়েছি। যা আমরা বহু পর্ব ধরে দেখতে চেয়েছিলাম। অবশেষে কুতালমিশ বে ও সুলায়মান বে এবং আল্প আরসলান বে’র সিংহাসনের লড়াইয়ে আল্প আরসলান বে জয়ী হয়। যা আমাদের যদি একটি আনন্দের মূহুর্ত ছিলো।

এদিকে বাইজেন্টাইন সম্রাট শান্তি চুক্তির জন্য সুলতান আল্প আরসলানকে চিঠি পাঠায়। কিন্তু কন্ট লিওন এতে খুশী হয় না। কারণ সে চায় সুলতান আল্প আরসলানকে হত্যা করতে। তাই সে সকল দূর্গের টেকফুরদেরকে তার দূর্গে আমন্ত্রণ জানায় এবং তার সাথে একত্রিত হওয়ার জন্য। এদিকে যখন কন্ট লিওন বুঝতে পারে যে কায়সার সহ আরো অনেকে আল্প আরসলানের সাথে মিত্র গড়তে যাচ্ছে। তখন সে ৩জন তীরন্দারকে পাঠায় তীর নিক্ষেপ করার জন্য। তারা আক্রমণ করে পালিয়ে যায়। আল্প আরসলান বে তাদের খুঁজে বের করার জন্য চারদিকে সৈন্যদের লাগিয়ে দেন।

সব মিলিয়ে আল্প আরসলান ভলিওম ৫২ একটি অসাধারণ পর্ব হতে যাচ্ছে। সম্পূর্ণ ভলিওমটি আমরা আপনাদের জন্য বাংলা সাবটাইটেল করেছি।

Server 1

Server 2

Server 3


সিরিজটি আপনারা উপভোগ করুন এবং আমরা আরো সিরিজ আপনাদের উপহার দিব।

সবাই বেশি বেশি করে শেয়ার করেন এবং

One thought to “আল্প আরসালান ভলিওম ৫২ বাংলা সাবটাইটেল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *