সিরিজ সারাংশঃ
কেকাভমেনোস আল্প আরসলানকে বিষ দিয়ে হত্যা করতে চায়। কিন্তু আল্পাগুত কেকাভমেনোসের ঘোড়ার দড়িতে বিষ দিয়ে দেয়। এতে কেকাভমেনোস নিজের ফাদে নিজেই পড়ে। এবং বাধ্য হয়ে প্রতিশেধকের জন্য আল্প আরসলানের সব সর্ত মেনে নেয়।
এদিকে সুলতান তুঘরুল ইনাল বে-কে গভর্নর হিসেবে নিযুক্ত করে। এবং এভদোকিয়া গোকতুগ বে-কে হাত করে নেয়,যাতে সদর দপ্তর দখল করতে পারে। আকচা হাতুনকে আল্প আরসলান কেকাভমেনোসের সাথে কথা বলার সময় দেখে ফেলে।
Server 1
Coming Soon
আর সদর দপ্তর ছিলো ইনাল বের অঞ্চলের মধ্যে,গোকতুগ বে”র সহযোগিতায় কেকাভমেনোসরা আক্রমণ করে কিন্তু ইনাল বে এসে প্রতিরোধ করে,নাইটরা বুঝে গোকতুগ বে বিশ্বাসঘাতকতা করেছে।তাই তারা গোকতুগ বে-কে বন্দী করে। ইনাল বে সদর দপ্তর রক্ষা করাই সে আল্প আরসলানকে সদর দপ্তর দিতে চায় না।
আল্প আরসলানকে বন্দী পর্যন্ত করে। বসতীর হাতুনরা তাদের পন্য বিক্রি করতে যাওয়ার সময় তাদের উপর শত্রুরা আক্রমণ করে আল্প আরসলানের বোন গেভহেরকে বাঁচাতে গিয়ে আকচা হাতুন গুরুতর হয়।
Server 2
সিরিজটি আপনারা উপভোগ করুন এবং আমরা আরো সিরিজ আপনাদের উপহার দিব।
সবাই বেশি বেশি করে শেয়ার করেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং সামর্থ্য থাকলে ডোনেট করতে পারেনঃ- বিকাশ ও নগদঃ- 01880473953 (পার্সোনাল)।
মাশাল্লাহ
nice
Nice!