আসসালামু আলাইকুম বেইজিং
Movie: Assalamualaikum Beijing (2014)
Country: Indonesia Imdb: 7.7/10
অনুবাদ ও সম্পাদনায়ঃ সাব মিডিয়া বিডি। বিয়ের ঠিক আগের দিন আসমা জানতে পারে তার হবু বরের সাথে তারই (আসমার) সহকর্মী আনিতার সম্পর্ক ছিল এবং এই সম্পর্কের ফলে আনিতা এখন গর্ভবতী। যদিও আসমার হবু বর তার কাছে এসে অনেক অনুরোধ করে বিয়েতে রাজি হওয়া জন্য। কিন্তু আসমা বিয়েতে রাজি হয় না। সে চাকরি নিয়ে বেইজিং চলে যায় এবং সেখানে গিয়ে সে তার বান্ধবীর বাসায় উঠে।
বেইজিং শহর ঘুরতে গিয়ে এক ঘটনার প্রেক্ষিতে তার সাথে বাসে দেখা হয় এক চাইনিজ ছেলে Zhong wen এর। Zhong wen ঈশ্বরে বিশ্বাস করে কিন্তু কোন ধর্মে বিশ্বাস করে না। সে পেশায় একজন ট্যুর গাইড । কোন একটি সমস্যার করণে আসমার নির্ধারিত ট্যুর গাইড না আসতে পারায় তার পরিবর্তে গাইড হিসাবে আসে Zhong wen। Zhong wen আসমাকে চীনের বিভিন্ন জায়গা দেখাতে নিয়ে যায়।
এক সাথে ঘুরতে ঘুরতে তাদের দুজনের মধ্যে ভাল সম্পর্ক তৈরি হয়ে যায়। তবে একদিন আসমা হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ইমারজেন্সি ভাবে সে ইন্দোনেশিয়া চলে যায়……. রোমান্টিক মুভি পছন্দ করলে এটি অবশ্যই দেখতে পারেন তবে এটা অন্যান্য রোমান্টিক মুভির থেকে অনেকটাই ভিন্ন কারণ মুভিতে আসমা একজন হিজাবী ধার্মিক মুসলিম এবং প্রায় সম্পূর্ণ মুভিতেই ইসলামে ধর্মের ভাল কথা এবং ইসলাম ধর্মকে সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। যা সাধারণত দেখতে পাওয়া যায় না।
Server 01
Server 02
সিরিজটি আপনারা উপভোগ করুন এবং আমরা আরো সিরিজ আপনাদের উপহার দিব।
সবাই বেশি বেশি করে শেয়ার করেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং সামর্থ্য থাকলে ডোনেট করতে পারেনঃ- বিকাশ ও নগদঃ- 01880473953 (পার্সোনাল)।