কুরুলুস উসমান | ভলিওমঃ ৮১ বাংলা সাবটাইটেল

সিরিজ সারাংশঃ

গোকতুগ আল্পকে শহিদ করার পর গেয়হাতু উসমান বে এবং তার আল্পদের বন্দি করে,এবং সেলজুক সেনা প্রধান যে উসমান বে-কে বাচিয়েছিল তাকে হত্যা করে,এদিকে তুরগুত বে তার বুদ্ধির মাধ্যমে নানা কৌশল করে হারমানকায়ার টেকফুর টেকফুর কোসেসকে নিকোলার হাত থেকে রক্ষা করে,নিকোলা কোসেসকে সম্রাটের কাছে পাঠাচ্ছিল একজন বিশ্বাসঘাতক হিসেবে।

তারপর উসমান বে-কে বাঁচানোর জন্য টেকফুর কোসেস এর দূর্গে তার অনুগত সৈন্যদের খবর দেয় এবং তারা উসমান বে-কে বাচাতে যায় এবং উসমান বে-কে উদ্ধার করে। এদিকে উজির আলেমশাহ গুন্দুজ বে-কে হাতুনদের নির্বাসনে পাঠাতে বলে কারণ তারা গুন্দুজ বে-কে নির্বাচন সভা করতে বাধা দিচ্ছিল।

প্রথমে গুন্দুজ বে উজিরকে না বলে কিন্তু পরে বসতিতে গিয়ে হাতুনদের নির্বাসনে পাঠান,সাথে উজির আলেমশাহের আদেশে ওরহান কেও তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়।

উজির আলেমশাহ তার এক সৈন্যকে দিয়ে জুলিয়া কে খবর পাঠায়,যে যাতে জুলিয়া হাতুনরা যাওয়ার পথে আক্রমণ করে,উজির আলেমশাহ এর আদেশে সে হাতুনদের আহত করে এবং সেলজান আনাকে আহত করে।

এদিকে উসমান বে ছদ্মবেশে সুলতানের প্রসাদে যায় তার সাথে তুরগুত বে ও উসমান বে’র কিছু আল্প ও যায়,সে সুলতান কে আলেমশাহ এর কুকর্মের কথা বলতে থাকে সেই সময় সুলতানের সহকারী সুলতানকে পিছন থেকে ছুরি আঘাত করে কারণ সে গেয়হাতুর গুপ্তচর। আর এখানেই এই ভলিয়মটির সমাপ্তি ঘটে।

Server 2

সিরিজটি আপনারা উপভোগ করুন এবং আমরা আরো সিরিজ আপনাদের উপহার দিব।

সবাই বেশি বেশি করে শেয়ার করেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং সামর্থ থাকলে ডোনেট করতে পারেনঃ- বিকাশ ও নগদঃ- 01880473953 (পার্সোনাল)।

4 thoughts to “কুরুলুস উসমান | ভলিওমঃ ৮১ বাংলা সাবটাইটেল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *