সিরিজ সারাংশঃ
উসমান বে উজির আলেমশাহের গলায় ছুরি ধরে। কিন্তু সেই জুলিয়া কোসেসের সঙ্গে রোগাতোসের গোপন কথা শুনে ফেলে এবং নিকোলাকে বলে দেয়। তার জন্য উজির আগেই জেনে ফেলে উসমান বে’র ফাদের কথা। উজির আলেমশাহ উসমান বে এর জন্য ফাঁদ তৈরী করে এবং কোসেস এবং উসমান বের সৈন্যদের বন্দী করে কিন্তু রোগাতোস পালিয়ে যায়। উজির আলেমশাহ উসমান বে-কে মৃত্যু দন্ডের আদেশ দেয়।
এদিকে আমরা অনেক কষ্টকর দৃশ্য দেখতে পাই যেমন বাইসুঙ্গুরের নখ তুলে ফেলা ইত্যাদি। আবার এদিকে যখন গুন্দুজ বে জানতে পারে যে উসমান বেকে ফাসি দেওয়া হবে এবং তাও বিলেজিকে কিন্তু উসমান বের বিচার তো হওয়ার কথা কোনিয়ায় তাই গুন্দুজ বে উজির আলেমশাহের সাথে চুক্তি করে যে সে কায়ী বসতির বে হবে এবং উজির আলেমশাহের ডান হাত হবে।
কিন্তু উজির আলেমশাহ জানতো যে উসমান যদি কোনিয়ায় যেতে পারে তাহলে সে বেচে যাবে তাই উজির কৌশল করে বিলেজিকে উসমান বে ও তার আল্পদের ফাঁসির ময়দানে উঠায় উসমান বেকে ঝুলিয়েও দেওয়া হয় কিন্তু সুলতান মাসুদের দূত এসে উসমান বে-কে বাঁচায়,এবং আমরা জানতে পারি এটা কোনূর আল্প সেলজুকদের বলে দেয় কারন কনুর আল্প ছিল ভালো মানুষ।
উসমান বে-কে সুলতানের কাছে নিয়ে যাওয়ার সময় গোকতুগ পালিয়ে যায়। মালহুন হাতুন ও উসমান বে’র অনুগত সৈন্যদের নিয়ে উসমান বে-কে বাঁচাতে যায়,কিন্তু উসমান বে মালহুন হাতুনকে বুঝিয়ে বসতিতে পাঠিয়ে দেয়।
Server 1
উসমান ছিলো উজির আলেমশাহের পথের কাটা তাই সে উসমান কে সুলতানের কাছে যেতে দিতে চায়নি সে গিয়ে গেয়হাতুকে এই বিষয়ে বলে দেয়। গেয়হাতু উসমানকে থামায় এবং তার সামনেই আমাদের সবার প্রিয় আল্প গোকতুগ আল্পকে শহিদ করে এই দৃশ্যটা ছিল সত্যি দুঃখজনক আর এই শোকের মধ্যে দিয়েই এই পর্বটির সমাপ্তি ঘটে।
Server 2
সিরিজটি আপনারা উপভোগ করুন এবং আমরা আরো সিরিজ আপনাদের উপহার দিব।
সবাই বেশি বেশি করে শেয়ার করেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং সামর্থ থাকলে ডোনেট করতে পারেনঃ- বিকাশ ও নগদঃ- 01880473953 (পার্সোনাল)।
masallah
You make even the most complex topics accessible. That’s a skill!
Gaining something new from each post is what keeps me coming back. Great work!
It’s clear that each article is well-researched and well-written.