জালালুদ্দিন রুমি
ইতিহাস খ্যাত মুসলিম কবি
পরিচয় পর্বঃ জালালুদ্দিন রুমিকে একজন কবি দার্শনিক ধর্মবেত্তা ও আধ্যাত্মিক গুরু মনে করা হয়। ধর্মে–কর্মে তিনি ছিলেন তৎকালীন মুসলমানদের আদর্শ।
তিনি সর্বাধিক পরিচিত মাওলানা জালালুদ্দিন রুমি (রহ.) নামে। ১৩ শতকের বিখ্যাত কবি ছিলেন রুমি। তাঁর লেখা “মসনবী” বহুল পঠিত বই।
তাঁর জন্ম ও জীবন নিয়ে মত ভিন্নতা রয়পছে। তিনি ইরানি না তুর্কি তা নিয়ে বিতর্ক ও বিরোধ রয়েছে এ দুই দেশের মধ্যে। তিনি ১২০৫ সালে আফগানিস্তানের বালখে জন্ম গ্রহন করেন। তাঁর প্রকৃত নাম মুহাম্মদ।
মাওলানা রুমি পিতৃকুল থেকে ছিলেন ইসলামের প্রথম খলিফা আবু বকর (রা)এরআনবম বংশধর এবং মাতৃকুল থেকে ছিলেন ইসলামের চতুর্থ খলিফা আলী (রা)এর বংশধর। আল্লামা রুমি ছিলেন একজন আধ্যাত্মিক সাধক।
তাঁর কবিতার আধ্যাত্মিকার প্রভাব প্রবল। তার “মসনবী ” কাব্যে কল্পনা, বাস্তবতা, প্রেম, আধ্যাত্মিকতা, শিক্ষা, রহস্য, রূপকথা ও উপমহাদেশসহ নানা ধরনের আয়োজন প্রায় ৮০০বছর পরেও তাঁকে অত্যুজ্জল করে রেখেছে বিশ্বসাহিত্য।
The clarity and structure of this article are its strongest points.
Another fantastic post! You never disappoint.