ইলিয়াস কে ছুটানোর পর লিওনার্দো কে বন্দী করে অরুজ জাহাজে করে আলেকজেন্দ্রিয়া নিয়ে যাচ্ছিলো কারণ লিওনার্দো ছিলো খৃষ্টান রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই দিকে মরিয়া আর পিয়েত্রো ভাই বোন তা জনতে পারে যখন পিয়েত্রো জানতে পারলো ইলিয়াস কে বাচানো হয়েছে। তখন এবং লিওনার্দো কে বন্দী করা পিয়েত্রো শুনে তার লোকদের সমুদ্রে পাঠায় যাতে হিজির কে আটক করতে পারে।
সে সময় পিয়েত্রো লোক হিজিরের জাহাজ খুঁজে পায় এবং আক্রম করলে জাহাজের একটা অংশ ভেঙে যায়। বুদ্ধি করে পিরি রেইস আর হিজির জঙ্গলে কাছে জাহাজ থামায় আর পিয়েত্রোর লোকরা তাদের পিছনে জঙ্গলে ডুকে যায়। হিজির চালাকি করে নাইটদের পোশাক পড়ে তাদের জাহাজ থেকে কাঠ নিয়ে জাহাজে লাগানোর জন্য সমুদ্রের দিকে যায়। সে সময় পিয়েত্রোর একট সৈন্যদলের সাথে তাদের যুদ্ধ হয়।
তারা যে কোনো ভাবে কালিমনোসে যায় মরিয়ম যে বাচাতে মরিয়ম পালাতে চাইলে পিয়েত্রো তাকে ধরে ফেলে। তার পর হিজির কে ও উসমানীয় গুপ্তচরদের ধরার জন্য মরিয়ম কে যেতে দেয়। তার পিছনে লোক লাগিয়ে দেয় কিন্তু পিরি রেইস আর হিজির তাদের মেরে ফেলে। এই দিকে অরুজের জাহাজে একটি নাইট সৈন্য ভরা জাহাজ অরুজ কে আঘাত করে অরুজ কে লিওনার্দো বলে এইবার তুমি শেষ দেখবে আমাদের ক্ষমতা কতো। অরুজ বলে তুমি দেখো আমরা কি করি।
Server 1
অরুজ ওই নাইট জাহাজ চুরমার ও আগুনে পুড়িয়ে দেয় আর জাহাজের ক্যাপ্টেন কে গুলি করে মেরে ফেলে এবং লিওনার্দো আর আন্তয়ান কে আলেকজেন্দ্রিয়া তে নিয়ে আসে। মরিয়ম হিজির কে বার বার লিওনার্দো কথা জিজ্ঞেস করে। হিজির এক সময় রেগে যায় আর বলে তুমি আগের মরিয়ম না তার ভাই পিয়েত্রোকে বাচানোর জন্য লিওনার্দো আর আন্তয়ান কে পালাতে সাহায্য করে।
Server 2
এই খবর হিজির পেলে সেখানে গিয়ে ওই পালানো সাহায্য করা লোকটা কে ধরতে পারে না। অবশেষে হিজির লিওনার্দো আর আন্তুয়ান কে ধরে আনে আর বলে, বলো তোমাদের কে পালাতে সাহায্য করেছে। আন্তয়ান আর লিওনার্দো বলে মরিয়ম তাদের পালাতে সাহায্য করেছে।
সিরিজটি আপনারা উপভোগ করুন এবং আমরা আরো সিরিজ আপনাদের উপহার দিব।
সবাই বেশি বেশি করে শেয়ার করেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং সামর্থ্য থাকলে ডোনেট করতে পারেনঃ- বিকাশ ও নগদঃ- 01880473953 (পার্সোনাল)।
❤️❤️❤️
Awesome! Its genuinely remarkable post, I have got much clear idea regarding from this post
Thank you for providing such enriching content. It’s evident that you put your heart into every post.