আল্প আরসালান বাইজেন্টাইন সেনা যুদ্ধ সদর দপ্তর জয় করে তার পর কেকাভমেনোস একটি চিঠি পাঠায়। তাতে লিখা থাকে তুমি সেই যে আমার মাকে হত্যা করেছো আর আমি হলাম সেই যে তোমার মুখে তীর দিয়ে একটি দাগ একে দিয়েছিলাম। কেকাভমেনোস এই চিঠি পড়ে অনেক রেগে যায় আর আল্প আরসালান কে হত্যা করে সিদ্ধান্ত নেয় সাথে সেনা সদর দপ্তর কেকাভমেনোস দুকাস দিয়োজেন আর এভদোকিয়া কে ডেকে এনে বলে আল্প আরসালান যদি শান্তিতে থাকতে চায়,
তাহলে কেকাভমেনোসের শর্ত মানতে হবে। তারা আল্প আরসালানের কাছে যায় এবং বলে টেকফুর তোমার সাথে কথা বলতে চায়। যদি তুমি শান্তিতে থাকতে চাও অনেক গুলো ঘোড়া তার সাথে তীর দিতে হবে। আল্প আরসালান বলেন আমারো কিছু শর্ত আছে তা মানলে আমি দাওয়াত নিবো। দোকাস বলে ঠিক আছে দূর্গে আসো খাবারের টেবিলে কথা হবে। আল্প আরসালান বলে আমরা যখন তোমাদের দূর্গে যাবো,
তোমার এখানে একজন সেনা দপ্তরে থাকবে যতক্ষণ আমরা ফিরে না আসি। এই দিকে কেকাভমেনোস একজন বিষ বানানো লোক কে ডাকেন আর আল্প আরসালানের জন্য একটি বিষ বানাও যা খুবই ভয়ংকর এই বিষের ঔষধ একটি অর্কিড ফুল দিয়ে হয় যা বছরে একবার জন্ম নেয় তাও বসন্তকালে
এই কথা আল্পাগুত জেনে মারিয়েকে খবর পাঠায় আসার জন্য মারিয়া আসলে আল্পাগুত তাকে সব খুলে বলে। যে আল্প আরসালান কে বিষ দিবে আর এই বিষ তার প্রতিষেধক কেকাভমেনোসের সিন্দুকে লোকানো মারিয়ে কে চুরি করতে বলে। মারিয়া অনেক চেষ্টা করে তা চুরি করে আর আল্পাগুত কে দেয়। কেকাভমেনোস আল্প আরসালানের খাবারে বিষ মিশিয়ে দেয়ার আগেই
এই দিকে আল্প আরসালান আসলে আল্পাগুত বিষের প্রতিষেধক আল্প আরসালান কে দিয়ে দেয় আর সব বলে খাবার টেবিলে আল্প আরসালান চুক্তি নিয়ে কথা বলে আর খাবার খায় কেকাভমেনোস মনে মনে ভাবে আল্প আরসালান এই বার তুমি মরবে খাবার আর চুক্তির কথা বলা হলে আল্প আরসালান বাহিরে বের হলে বিষের কারণ আক্রান্ত হয়।
কেকাভমেনোস সবাই হাসছে তার পর আল্প আরসালান প্রতিষেধক বের করর খায় তার আগেই আল্পাগুত কেকাভমেনোসের ঘোড়ার দড়িতে বিষ লাগিয়ে দেয় কেকাভমেনোস তা ধরলে সে বিষে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আল্প আরসালান বলে নিজের ফাঁদে তুমি নিজেই পড়েছো যদি প্রতিষেধক চাও তাহলে আমার সব শর্ত তোমাকে মনতে হবে।
Server 1
Full HD video download here
সিরিজটি আপনারা উপভোগ করুন এবং আমরা আরো সিরিজ আপনাদের উপহার দিব।
সবাই বেশি বেশি করে শেয়ার করেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং সামর্থ্য থাকলে ডোনেট করতে পারেনঃ- বিকাশ ও নগদঃ- 01880473953 (পার্সোনাল)।
Sorry i already see this on onubad media in morning. Please uoload video first time
We’ll try our best. But our subtitle quality isn’t compare to onubad media. Next time, we’ll try to publish fast as soon as possible & thanks for your comment Kardash.
mdzahed0999@gmail.com
Awesome sereis
Top site ,.. i will save for later !
I never miss a post; they’re always full of valuable insights.
Your attention to detail and commitment to providing accurate information is commendable. Your posts are a valuable resource for anyone seeking to learn.